Myself Paragraph for Class 10 to 12

Here is myself paragraph for class 10 and 12 with Bangla translation. You can achieve a good mark by writing this paragraph on your exam.

Related questions about myself paragraph:

a. What is your name?
b. Where do you live?
c. What’s the name of your school?
d. What class do you read in?
e. When does the school start and break up?
f. Which subjects do you study at school?
g. How do you go to and return from school?
h. What are your parents?

Myself Paragraph for Class 10 to 12

My name is Samiya Ferdous. I live at Lohadi under Kapasia Upazila in the district of Gazipur. I live here with my family. I have one elder brother and one younger sister. This means we are four members in our family. The name of my school is Lohadi Pilot Modern High School. I am in Class VII.

My elder brother is an SSC candidate and my younger sister is studying in class IV. My school starts at 10:00 am and break up at 4:00 pm with an hour’s recess. My older brother and I go to school together in the morning by rickshaw. My younger sister’s school starts at 7 am and ends at 10 am. My mother or father took her to school and bought her.

In school, I study many subjects like Bangla, English, Mathematics, General Science, Social science, Religion (Islamic). My father is a high school teacher. My mother is a housewife. They are very dear to me.

After I come back from school I eat some afternoon snacks and rest a little. Then in the afternoon, I take care of my flower plants for a while. Gardening and reading books are some of my favorite hobbies. My younger sister stays with me at this time.

Sometimes I help my mother with household chores. In the evening I perform Maghrib prayers with my mother. Then I study till 9 pm. I am very grateful to Allah Ta’ala for my life.

Myself Paragraph in Bangla

আমার নাম সামিয়া ফেরদৌস। আমি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত লোহাদি গ্রামে বাস করি। এখানে আমি আমার পরিবারের সাথে বাস করি। আমার একজন বড় ভাই এবং একজন ছোট বোন রয়েছে। এর অর্থ আমাদের পরিবারের সদস্য সংখ্যা চারজন। আমার স্কুলের নাম লোহাদি পাইলট আধুনিক উচ্চ বিদ্যালয়। আমি সপ্তম শ্রেণীতে পড়ি।

আমার বড় ভাই এস এস সি পরীক্ষার্থী এবং আমার ছোট বোন চতুর্থ শ্রেণীতে পড়ে। আমার বিদ্যালয় সকাল ১০টায় শুরু হয় এবং এক ঘণ্টা বিরতিসহ বিকাল ৪টায় ছুটি হয়। আমি এবং আমার বড় ভাই সকালে একসাথে রিকশা যোগে স্কুলে যাই। আমার ছোট বোনের স্কুল সকাল ৭ টায় শুরু হয় এবং ১০ টায় শেষ হয়। তাকে আমার মা অথবা বাবা স্কুলে নিয়ে যায় এবং নিয়ে আসে।

স্কুলে আমি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্ম (ইসলাম) ইত্যাদি বিষয় অধ্যায়ন করে থাকি। আমার বাবা একজন হাইস্কুল শিক্ষক। আমার মা একজন গৃহিণী। তারা আমার খুবই প্রিয়।

আমি স্কুল থেকে ফিরে হাল্কা নাস্তা করি ও কিছুক্ষণ বিশ্রাম করি। তারপর বিকাল বেলা কিছুক্ষণ আমার ফুলের গাছগুলোর পরিচর্যা করি। আমার প্রিয় শখের মধ্যে বাগান করা এবং অন্যতম বই পড়া অন্যতম। এসময় আমার ছোট বোনও আমার সাথে থাকে। মাঝে মাঝে আমি ঘরের কাজে মাকে সাহায্য করি।

সন্ধ্যাবেলায় আমি মায়ের সাথে মাগরিবের নামায আদায় করি। তারপর আমি রাত ৯টা পর্যন্ত পড়াশোনা করি। আমি আমার জীবন নিয়ে মহান আল্লাহ্‌ তায়ালার কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

Leave a Comment