নক্ষত্র পতন কাকে বলে?

অনেক সময় রাতের মেঘমুক্ত আকাশে তাকালে দেখা যায় কোন নক্ষত্র যেন এইমাত্র খসে পড়ল অথবা মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে। এই ঘটনাকেই অনেকে তারাখসা বা নক্ষত্র পতন বলে থাকেন।

বাস্তবিক পক্ষে এগুলো নক্ষত্র বা তারা নয়। আমরা যা খসে পড়তে দেখি তা আসলে হচ্ছে গ্রহাণু বা উল্কাপিণ্ড। যা মহাশূন্য থেকে আমাদের পৃথিবীতে আছড়ে পড়ার সময় বায়ুমণ্ডলের সংঘর্ষে এসে জ্বলে উঠে। আর তখনই এটি আমাদের দৃষ্টিগোচর হয় যা দেখে মনে হয় যেন আকাশ থেকে তারা বা নক্ষত্র খসে পড়ছে।

Leave a Comment