A Bus Stand Paragraph for Class 6 to 12

Here is a bus stand paragraph for class 6 to 10. Students can achieve a good mark by writing this paragraph on their exam paper.

Related questions about a bust stand paragraph:

a. What is a bus stand?
b. Who comes here?
c. What kind of place is it?
d. What do the helpers and conductors do?
e. What do the hawkers do?

A Bus Stand Paragraph for Class 6 to 12

A bus stand is a place where buses stop and start from. Passengers come here and wait for a bus. When a bus comes, some passengers get down and some passengers get into the bus.

Usually two or more street crossing points, medical center, school or college gate, marketplace, etc. are the main spots for the bus stand. Local buses usually do not have a specific bus stand.

For intercity buses, there are designated bus stands along the highway. From where passengers buy bus tickets and wait for the bus.

It is a busy and crowded place. You can see various shops, restaurants, and residential hotels around the bus stand. Hawkers sell bread, biscuits, chanachur, bananas, and many kinds of journals and newspapers.

You may also like: A Railway Station Paragraph

The helpers and the conductors shout at the top of their voices and try to find many passengers.

A bus stand is a dirty and unhealthy place. More beggars can be seen at the bus stand than in other places. Many times various criminal activities like snatching, fighting, drug dealing, etc. take place at the bus stand. Also, the bus stand is a very favorite place for pickpockets.

The condition of most bus stands in Bangladesh is very poor. There is no security of life and property of the passengers. Again, bus stand shops are seen selling products at higher prices than usual. There is no better way to rest or wait for the bus. It is very important for the government to take steps to improve the environment of bus stands.

A Bus Stand Paragraph in Bangla

যে স্থানে বাস এসে থামে এবং আবার যাত্রা শুরু করে সে স্থানকে বাস স্ট্যান্ড বলা হয়। যাত্রীরা এখানে এসে বাসের জন্য অপেক্ষা করে। যখন বাস আসে কিছু সংখ্যক যাত্রী বাস থেকে নামে, আবার কিছু যাত্রী বাসে উঠে।

সাধারণত দুই বা ততোধিক রাস্তার ক্রসিং পয়েন্ট, মেডিকেল সেন্টার, স্কুল বা কলেজের গেট, মার্কেট প্লেস ইত্যাদি বাস স্ট্যান্ডের প্রধান স্পট। লোকাল বাসগুলির সাধারণত নির্দিষ্ট কোন বাস স্ট্যান্ড থাকে না।

আন্তঃনগর বাসের জন্য, মহাসড়কের পাশে নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকে। যেখান থেকে যাত্রীরা বাসের টিকেট কেটে বাসের জন্য অপেক্ষা করে।

এটা অত্যন্ত ব্যস্ততম ও জনাকীর্ণ স্থান। বাস স্ট্যান্ড ঘিরে বিভিন্ন রকম দোকান পাট, রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল ঘড়ে উঠে। হকারেরা রুটি, বিস্কুট, চানাচুর, কলা এবং বিভিন্ন রকমের সাময়িকী ও সংবাদপত্র বিক্রয় করে।

বাসের হেলপার ও কন্ডাক্টরেরা উচ্চস্বরে চিৎকার করে যাত্রীদের আকর্ষণ করার চেষ্টা করে। যাতে অধিক সংখ্যক যাত্রী নিয়ে বাস ছাড়তে পারে।

বাস স্ট্যান্ড এর পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে থাকে। অন্যান্য জায়গার তুলনায় বাস স্ট্যান্ডে ভিক্ষুক বেশী দেখা যায়। অনেক সময় বিভিন্ন অপরাধমূলক কাজ যেমন ছিনতাই, মারামারি, মাদক ব্যবসা ইত্যাদি বাস স্ট্যান্ডে হয়ে থাকে। তাছাড়া বাস স্ট্যান্ড পকেটমারদের অত্যন্ত প্রিয় জায়গা।

বাংলাদেশের অধিকাংশ বাস স্ট্যান্ড অবস্থা অত্যন্ত করুণ। সেখানে যাত্রীদের জানমালের কোন নিরাপত্তা নেই। বিশ্রাম বা বাসের জন্য অপেক্ষা করার নেই কোন ভাল ব্যবস্থা। আবার, বাস স্ট্যান্ডের দোকানগুলোতে স্বাভাবিকের থেকে বেশী দামে পণ্য বিক্রি করতে দেখা যায়। বাস স্ট্যান্ডের পরিবেশ উন্নতিকল্পে সরকারের পদক্ষেপ নেয়া অতি জরুরি।

Leave a Comment