A Good Teacher Paragraph for Class 6, 7, and 8

Here is a good teacher paragraph for class 6, 7, and 8. You can achieve a good mark by writing this paragraph on your exam paper.

Related questions about A good teacher paragraph:

a. Who is a teacher?

b. Who is an important person of a country?

c. What is a good teacher?

d. What does he want?

e. What qualifications should a good teacher have?

A Good Teacher Paragraph for Class 6, 7, and 8

A person who teaches the students in any educational institution is called a teacher. A teacher, especially a good teacher, is one of the most important people of a country.

He is a valuable asset to any nation. He is the architect of a country. A good teacher is a friend, philosopher, and guide to the students.

He is dutiful, honest, sincere, punctual, talented, and hardworking. He is skilled in teaching or presenting his subject, entrepreneurial, and rich in current knowledge.

He helps students understand their lessons and develop their creativity. A good teacher helps to develop the hidden talents in each of his students.

He awakens the students for learning. He also wants to see them happy. He keeps them busy at school and at home. So, a good teacher should have the necessary qualifications.

A Good Teacher Paragraph in Bangla

যে ব্যক্তি যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের পড়ায় তাকে শিক্ষক বলা হয়। একজন শিক্ষক, বিশেষ করে একজন ভালো শিক্ষক একজন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন।

যে কোন জাতির কাছে তিনি একটি মূল্যবান সম্পদ। তিনি হচ্ছেন জাতি গড়ার কারিগর। একজন ভালো শিক্ষক একজন বন্ধু, দার্শনিক এবং ছাত্রদের পথপ্রদর্শক।

তিনি কর্তব্যপরায়ণ, সৎ,আন্তরিক, সময়নিষ্ঠ, মেধাবী, এবং পরিশ্রমী হয়ে থাকেন। তিনি তার বিষয় শিক্ষায় বা উপস্থাপনে দক্ষ, উদ্যোক্তা এবং বর্তমান জ্ঞানে সমৃদ্ধ।

তিনি শিক্ষার্থীদের তাদের পাঠ বুঝতে এবং তাদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করেন। একজন ভালো শিক্ষক তার প্রতিটি ছাত্রের ভিতরে লুকিয়ে থাকা যোগ্যতাকে বিকশিত হতে সাহায্য করেন।

তিনি ছাত্রদের মধ্যে শেখার আগ্রহ জাগিয়ে তোলেন। তিনি ছাত্র-ছাত্রীদের সর্বদা সুখী দেখতে চান। তিনি তাদের বিদ্যালয় এবং বাড়িতে উভয় জায়গায় ব্যস্ত রাখেন। তাই, একজন আদর্শ শিক্ষকের প্রয়োজনীয় যোগ্যতা থাকা বাঞ্ছনীয়।

You may also like: An Ideal Student Paragraph

Leave a Comment