The Life of A Rickshaw Puller Paragraph for Class 10 & 12

Here is the life of a rickshaw puller paragraph for class 10 and 12 with Bangla translation. You can achieve a good mark by writing this paragraph on your exam paper.

A Rickshaw Puller Paragraph for Class 10

A rickshaw puller is a person who earns his bread and butter by driving a rickshaw. Most of the time he rents someone else’s rickshaw. He is quite familiar both in cities and towns. Generally, he lives in a slum.

Though he works hard upto late night, he leads a poor life. He does not consider the condition of the weather, He works hard despite foul weather.

Sometimes there arises a dispute between him and the passenger for the fare. If he falls sick, his family members fall in distress. All of them have to starve. He cannot enjoy peace and happiness.

You may also like: A Street Hawker Paragraph

He also suffers from an inferiority complex. His children cannot hope for a bright future. Sometimes, passengers behave roughly with him. But he does not have sufficient strength to tackle it.

Some rickshaw pullers try to cheat the passengers. He takes rest here and there or sitting on his rickshaw. On the whole, his life is full of suffering. To support his family, he has to drive the rickshaw despite his illness. In fact, he leads a very poor and subhuman life.

The Life of A Rickshaw Puller Paragraph in Bangla

একজন রিকশাচালক এমন একজন ব্যক্তি যিনি রিকশা চালিয়ে নিজের রুটি এবং রুজি উপার্জন করেন। প্রায় সময়ই সে অন্যের রিকশা ভাড়ায় চালায়। শহর ও নগরীতে সে খুবই পরিচিত একজন ব্যাক্তি। সাধারণত সে বস্তি এলাকায় বসবাস করে।

যদিও সে গভীর রাত অবধি কঠোর পরিশ্রম করে তথাপি সে দরিদ্র জীবনযাপন করে। সে আবহাওয়ার অবস্থা বিবেচনা করে না। সে খারাপ আবহাওয়া সত্ত্বেও কঠোর পরিশ্রম করে।

মাঝে মাঝে ভাড়া নিয়ে তার এবং যাত্রীর মধ্যে বিতর্ক দেখা দেয়। যদি সে অসুস্থ হয়ে পড়ে তবে তার পরিবারের সদস্যরা দুর্দশায় পড়ে। তাদের সকলকে অনাহারে থাকতে হয়। সে সুখ-শান্তি ভোগ করতে পারে না।

সে হীনমণ্যতাবোধেও কষ্ট পায়। তার ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যতের আশা করতে পারে না। মাঝে মাঝে যাত্রীরা তার সাথে তার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু তা মোকাবেলা করার যথেষ্ট সামর্থ্য তার নেই।

কতক রিকশাচালক যাত্রীদের ঠকাতে চেষ্টা করে। সে এখানে সেখানে বা তার রিক্সায় বসে বিশ্রাম নেয়। মোটের কথা, তার জীবন দুঃখ-কষ্টে পরিপূর্ণ। তার পরিবারের ভরণপোষণ করার জন্য তাকে অসুস্থতা উপেক্ষা করে রিক্সা চালাতে হয়। প্রকৃতপক্ষে, সে খুবই দরিদ্র ও মানবেতর জীবনযাপন করে।

Leave a Comment