A Village Doctor Paragraph for Class 10 & 12

Here is a village doctor paragraph for class 10 and 12 with Bangla translation. You can achieve good marks by writing this paragraph on your SSC or HSC exam.

Related questions about a village doctor paragraph:

a. Who is a village doctor?
b. Where is his dispensary?
c. How long does he work?
d. How is he to the village people?
e. What service does he render?

A Village Doctor Paragraph for Class 10 & 12

A village doctor is a well-known person who renders services to the villagers. A village doctor usually does not have higher knowledge of medicine and treatment. Very few of them may do a short course on the primary knowledge of this profession.

Most of them become a village doctor after serving for several years as an assistant in a dispensary. However, their experiences help a lot in their profession. He is the person to whom the villagers come to have the treatment for their diseases.

Sometimes, he has to go to the home of a patient who is seriously ill. Though he cannot perform major operations, he offers the villagers a ready service. It helps them not to go to the town. His dispensary though not rich in medicine contains all which are very necessary.

The village doctor has an honorable position in the village as he pays the villagers an important service at any time. He is somewhat responsible for the health condition of the villagers. Therefore he should be trained more practically by the government for better treatment of the villagers.

Also read: Uses and Abuses of Mobile Phone Paragraph for Class 10

A Village Doctor Paragraph in Bangla

গ্রাম্য চিকিৎসক গ্রামবাসীকে সেবা দানকারি এক সুপরিচিত ব্যক্তি। গ্রাম্য চিকিৎসকের স্বভাবতই ঔষধ ও চিকিৎসা বিষয়ে উন্নততর জ্ঞান থাকে না। তাদের অনেকেই এই পেশার প্রাথমিক জ্ঞান সম্পর্কে সংক্ষিপ্ত পাঠ্যক্রম সম্পন্ন করতে পারে না।

তাদের অধিকাংশ ব্যক্তিই ঔষধালয়ে সহকারী হিসেবে কয়েক বছর কাজ করার পর গ্রাম্য ডাক্তার বনে যায়। যাহোক, তাদের অভিজ্ঞতা তাদের পেশায় প্রভূত সহায়তা প্রদান করে। তার কাছেই গ্রামবাসী তাদের রোগব্যাধির চিকিৎসা করাতে আসে।

মাঝে মাঝে তাকে গুরুতর অসুস্থ রোগীর বাড়ি যেতে হয়। যদিও সে জটিল অস্ত্রোপচার করতে পারে না, তথাপি সে গ্রামবাসীকে উপস্থিত সেবা প্রদান করে থাকে। এটি তাদেরকে শহরে না যেতে সহায়তা করে।

তার ঔষধালয় যদিও ঔষধপ্ত্রে উন্নত নয় তথাপি অতি প্রয়োজনীয় সকল ঔষধই তাতে থাকে। গ্রাম্য ডাক্তারের গ্রামে এক সম্মানজনক অবস্থান আছে কারন সে গ্রামবাসীকে যোকোন সময় গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকে।

সে গ্রামবাসীর স্বাস্থ্য সম্পর্কিত অবস্থার জন্য অনেকাংশে দায়িত্বশীল। কাজেই গ্রামীণ জনগণের উন্নতর চিকিৎসার জন্য তাকে সরকার কর্তৃক আরো ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা উচিত।

Leave a Comment