My Family Paragraph for Class 4 to 10

Here is my family paragraph for class 4, 5, 6, 7, 8, 9, and 10. You can achieve a good mark by writing this paragraph on your exam paper.

Related questions about My Family Paragraph:

a. How many members are there in your family?
b. What do your parents do?
c. How many brothers and sisters have you got?
d. What do they do?
e. What is the qualification of your family members?
f. How do they spend their time at home?
g. How are your family members help to one another?

My Family Paragraph for Class 4 to 10

A family is a small group consisting of parents and their children. My family consists of my parents, myself, my one brother, and one sister. We are five members altogether.

My father is a B.A. He is a businessman and my mother is also is B.A. She is a housewife. My elder sister is a college student and my younger brother is a primary school student. I am a student of Class VIII.

My father has little time to spend at home. He is always busy with his business. My mother looks after the family and takes care of every member of the family. With the help of a maid-servant, she does all household work.

My elder sister and younger brother are also busy with their studies at home. Sometimes, we watch good TV programs together. We help one another in many ways. My elder sister helps me and my brother in our studies. I also help my brother whenever he fails to understand anything of his lesson.

We can enjoy much on holidays. Sometimes, we visit the zoo or our relatives’ houses on holidays. On a long vacation, we often visit our village home to our grandparents. Every member of our family is helpful, cooperative, sympathetic, and affectionate to one another. So, I am proud of my family.

My Family Paragraph in Bangla

একটি পরিবার পিতামাতা ও সন্তানদের সমন্বয়ে গঠিত একটি ছোট জনসমষ্টি। আমি, আমার পিতামাতা, এক ভাই ও এক বোন নিয়ে আমার পরিবার গঠিত।

আমার পিতা বিএ পাস। তিনি একজন ব্যবসায়ী এবং আমার মাও একজন বিএ। তিনি একজন গৃহিণী। আমার বড় বোন কলেজের ছাত্রী এবং আমার ছোট ভাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আমি অষ্টম শ্রেণিতে পড়ি।

আমার পিতা বাড়িতে সময় দিতে পারেন না বললেই চলে। তিনি সর্বদা তাঁর ব্যবসা নিয়ে ব্যস্ত। আমার মা পরিবারটি দেখাশোনা করেন এবং পরিবারেরে প্রত্যেক সদস্যের যত্ন নেন। একজন গৃহপরিচারিকার সহায়তায় তিনি গৃহস্থালীর সকল কাজ করে থাকেন।

আমার বড় বোন ও ছোট ভাই তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন। মাঝে মাঝে আমরা একত্রে ভালো টিভি অনুষ্ঠান দেখি। আমরা একে অন্যকে বিভিন্নভাবে সাহায্য করি। আমার বড় বোন আমাকে এবং আমার ভাইকে পড়াশোনায় সাহায্য করেন। আমিও আমার ভাইকে সাহায্য করি, যখন সে তার কোনো বুঝতে ব্যর্থ হয়।

আমরা ছুটির দিনে খুব আনন্দ করি। ছুটির দিনে মাঝে মাঝে আমরা চিড়িয়াখানা ও আমাদের আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাই। বড় ছুতিতে আমরা আমাদের দাদা-দাদীর সাথে সাক্ষাৎ করতে আমাদের গ্রামের বাড়িতে যাই। আমাদের পরিবারের প্রত্যেক সদস্য একে অন্যের প্রতি সহায়ক, সহমর্মী, সহানুভূতিশীল এবং স্নেহপ্রবণ। তাই, আমি আমার পরিবারের জন্য গর্বিত।

Leave a Comment