My Mother Paragraph for Class 8, 10, and 12

Here is my mother paragraph for class 8, 10, and 12 with Bangla translation. Students can achieve good marks in their exams by writing this paragraph.

Related Question about My Mother Paragraph

a. What do you mean by the word ‘Mother’? (‘মা’ শব্দ দ্বারা তুমি কি বুঝ?)

b. What is your mother’s name? (তোমার মায়ের নাম কি?)

c. How old is she? (উনার বয়স কত?)

d. What is her profession? (উনার পেশা কি? / তিনি কি করেন?)

e. Where does she work? (তিনি কোথায় কাজ করেন?)

f. What does she do for the family? (তিনি পরিবারের জন্য কি করেন?)

g. What does she do for you on holidays? (ছুটির দিনে তিনি তোমাদের জন্য কি করেন?)

My Mother Paragraph for Class 8, 10, and 12

The lady who bore me in her womb for ten months and ten days is my mother. Her name is Sharifa Khatun. She is 36 years old. He studied in college for some time after passing SSC. She is a housewife. She is busy with various household chores throughout the day. Every day she gets up very early and performs Fajr prayers. Then she concentrates on household chores which begin with sweeping the house. After that, she got busy making breakfast.

She came in the middle of making breakfast and woke us up. We three brothers and sisters woke up and started studying fresh. In the meantime, Mom finished cooking breakfast and helped us get ready for school. We ate breakfast and went to school. Mom then helps the father to get ready for the office. After Father left for the office, Mother rested for a while and got busy making lunch. In the afternoon my mother made us a variety of fun meals.

In her spare time, she reads books or newspapers, and sometimes chat with next-door aunty. She also teaches us and tells interesting stories. She takes care of us all. When one of us becomes sick, my mother stays up all night to take care of us. She washes clothes and keeps the house and yard neat and clean. She looks after our family very carefully.

She is a religious-minded lady. He prayed five times a day and recited the Qur’an. She cooks dainty and tasty dishes for us on holidays. She is an ideal mother whom I love very dearly.

You may also like: Our National Flag Paragraph

My Mother Paragraph in Bangla

দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে মহিলা আমাকে জন্ম দিয়েছেন তিনিই হলেন আমার মা। আমার মায়ের নাম শরিফা খাতুন। উনার বয়স ৩৬।
তিনি এসএসসি পাশের পর কলেজে কিছুদিন পড়াশোনা করেছেন। তিনি একজন গৃহিণী। তিনি সারাদিন ঘরের বিভিন্ন গৃহস্থালি কাজে ব্যস্ত থাকেন। প্রতিদিন তিনি খুব ভোরে উঠে ফজরের নামায আদায় করেন। তারপর উনি গৃহস্থালি কাজে মনোনিবেশ করেন যা শুরু হয় ঘর ঝাড়ু দিয়ে। এরপর উনি সকালের নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়েন।

নাস্তা তৈরির ফাঁকে তিনি এসে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দেন। আমরা তিন ভাইবোন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়াশোনা শুরু করি। এরই মধ্যে মা নাস্তা রান্না শেষ করে আমাদেরকে স্কুলের জন্য রেডি হতে সাহায্য করেন। আমরা নাস্তা খেয়ে স্কুলে চলে যাই। এরপর মা বাবাকে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে সাহায্য করেন। বাবা অফিসে চলে যাওয়ার পর মা কিছু সময় বিশ্রাম নিয়ে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। বিকালে মা আমাদের জন্য বিভিন্ন রকম মজাদার খাবার তৈরি করেন।

অবসর সময়ে মা বই অথবা পত্রিকা পড়েন, আবার মাঝে মাঝে পাশের বাসার আন্টির সাথে গল্প করেন। তাছাড়া তিনি আমাদের পড়ান ও মজার গল্প বলেন। তিনি আমাদের সকলের যত্ন নেন। আমাদের কেউ অসুস্থ হয়ে পড়লে মা সারারাত জেগে সেবা-যত্ন করেন। তিনি কাপড়-চোপড় ধৌত করেন এবং বাড়ি ও আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। তিনি অতিশয় যত্নসহকারে আমাদের পরিবারের দেখাশোনা করেন।

তিনি একজন ধার্মিক মহিলা। তিনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং কোরআন তেলাওয়াত করেন। ছুটির দিনে মা আমাদের জন্য উন্নত ও সুস্বাদু খাবার রান্না করেন। তিনি একজন আদর্শ মা। তাঁকে আমি খুবই ভালোবাসি।

Leave a Comment