SSC Routine 2020

SSC Routine 2020 has been published by the Board of Intermediate and Secondary Education, Dhaka. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর অফিশিয়াল ওয়েবসাইটে ২০২০ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।
If you’re searching for SSC Exam Routine 2020 in Bangladesh, then you’ve landed at the right place.

 

SSC Routine 2020

 

When SSC Routine 2020 will be Published – ২০২০ সালের এসএসসি পরীক্ষার রুটিন কখন প্রকাশিত হবে?

SSC Routine 2020 has been published at 4th July 2019. ২০২০ সালের এসএসসি পরীক্ষার রুটিন ৪ঠা জুলাই, ২০১৯ তারিখে প্রকাশিত হয়।

S.S.C Stands for Secondary School Certificate. A total of 13,15,002 students were registered in the SSC Exam 2019 previous year. The number of total students for SSC Exam 2020 will be increased.

গত বছর এসএসসি পরীক্ষার জন্য মোট তের লাখ পনের হাজার দুই (১৩,১৫,০০২) জন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছিল। এই বছর আরও অধিক শিক্ষার্থী নিবন্ধিত হবে বলে আমরা আশা করছি।

 

SSC Routine 2020 Notice from Dhaka education board

 

When SSC Exam 2020 will be started – কবে থেকে শুরু হচ্ছে ২০২০ সালের এসএসসি পরীক্ষা?

According to SSC Routine 2020, the SSC exam 2020 will start from 3rd February 2020, Monday. The exam will start at 10:00 AM and will end at 01:00 PM.

The first exam will be Bengali (Compulsory) 1st Paper (বাংলা ১ম পত্র), Subject Code: 101 and Sohoj Bangla 1st Paper (সহজ বাংলা-১ম পত্র), Subject Code: 103.

 

SSC Routine 2020 (Part-1)

 

২০২০ সালের রুটিন অনুযায়ী, ৩য় ফেব্রুয়ারি, ২০২০ রোজ শনিবার সকাল ১০:০০ থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে।

তাত্ত্বিয় পরীক্ষা শুরুঃ ০৩/০২/২০২০
তাত্ত্বিয় পরীক্ষা শেষঃ ২৭/০২/২০২০
প্রথম পরীক্ষাঃ বাংলা (আবশ্যিক) ১ম পত্র এবং সহজ বাংলা ১ম পত্র
বিষয় কোডঃ ১০১ এবং ১০৩
তারিখঃ ০৩/০২/২০২০ ইং
দিনঃ সোমবার
সময়ঃ সকাল ১০ঃ০০ টা থেকে দুপুর ০১ঃ০০ টা পর্যন্ত
ব্যবহারিক পরীক্ষা শুরুঃ ২৯/০২/২০২০
ব্যবহারিক পরীক্ষা শেষঃ ০৫/০৩/২০২০

 

SSC Routine 2020 (Part-2)

 

The practical exam (including Music-149) will start from 29th February 2020 and will end on 5th March 2020, Sunday. The exam will start at 10:00 AM every day. The venue of the practical exam will be same as Theoretical exam.

Practical Exam Guidelines (Including Music):

Students should come with admit card, Registration card and along with musical instruments at 9:30 AM. Students must come 30 minutes earlier before the exam start. You have to complete your exam within the time given in the question sheet.

 

SSC Routine 2020 (Practical)

 

বিশেষ নির্দেশাবলী

  • পরীক্ষা শুরুর ত্রিশ (৩০) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • প্রশ্নপ্ত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  • প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল / রচনামূলক (তাত্ত্বিয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
  • পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপ্ত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
  • ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
  • পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
  • পরীক্ষার্থীকে সৃজনশীল/ রচনামূলক (তাত্ত্বিয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/ বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/ রচনামূলক (তাত্ত্বিয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
  • পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
  • কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
  • সৃজনশীল/ রচনামূলক (তাত্ত্বিয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
  • ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র/ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

Information Source: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (Board of Intermediate and Secondary Education, Dhaka)

 

SSC Routine 2020 PDF Download – ২০২০ সালের এসএসসি পরীক্ষার রুটিন পিডিএফ ফরমেটে ডাওনলোড করুন

If you’re an SSC candidate for 2020, you have to download a hard copy of SSC Routine 2020. But very first you have to download the routine as PDF format, then print the routine.

You can download SSC Routine 2020 PDF file from the official website of মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (Board of Intermediate and Secondary Education, Dhaka.

Does it look like a little bit tough for you? Don’t Worry! We’re here to help you. Just click the red button below to download SSC Routine 2020 in PDF format.

SSC Routine 2020 PDF Download

২০২০ সালের এসএসসি পরীক্ষার রুটিন পিডিএফ ফরমেটে ডাওনলোড করতে উপরের লাল বাটনটিতে ক্লিক করুন। রুটিনটি ডাওনলোড করে প্রিন্ট দিন এবং রুটিনটি আপনার পড়ার টেবিলের সামনে দেয়ালে লাগিয়ে রাখতে পারেন। যাতে কোন দিন কি পরীক্ষা তা সহজেই মনে থাকে।

SSC Exam 2020 Suggestions: English for Today | Class 9-10

 

SSC Routine 2020 for All Education Board Bangladesh

It is hereby to inform you all that, Secondary School Certificate (SSC) exam 2020 will start from 1st February 2020.

The Education Board Bangladesh has reserved all the rights to change the exam date if needed. This routine will be effective for following education boards:

  • Rajshahi Board
  • Dhaka Board
  • Comilla Board
  • Chattogram Board
  • Jessore Board
  • Barisal Board
  • Dinajpur Board
  • Sylhet Board
  • Mymensingh Board

Is there any possibility to change the routine?

YES…

SSC Routine could be changed for any political issues. Some people are also thinking that routine could be changed for Bishwa Ijtema 2020. But this is not going to happen this time.

Because Bishwa Ijtema 2020 will be held on 10th January to 12th January (1st Part) and 17th January to 19th January (2nd Part).

 

Improve your English

SSC Routine 2020 Rajshahi Board

১৯৬১ সালে রাজশাহী শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান দাপ্তরিক ভবন রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষীপুরে অবস্থিত।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে ১৯৬১ সাল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সকল কার্যক্রম ঢাকা বোর্ডের অধীনে পরিচালিত হতো।

 

 

Rajshahi Education Board

 

শুরুর দিকে সমগ্র দক্ষিণ ও উত্তরবঙ্গ রাজশাহী বোর্ডের অধীনে ছিল। ১৯৬৩ সালে যশোর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। ফলে এর কর্ম পরিধি কিছুটা কমে আসে। ২০০৭ সাল পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ড ছিল দেশের সবথেকে বৃহৎ শিক্ষা বোর্ড।

SSC Routine 2020 Rajshahi Board is same. There is no specifiec difference in routine. If you want to download the routine, you can download from the official website of Rajshahi board or just click here.

  • Website Address: http://rajshahiboard.gov.bd/
  • Physical Address: Greater Rd, Rajshahi 6000
  • Phone: 0721-776270
  • Chairman: Prof. Dr. Mokbul Hossain

SSC Routine 2020 Dhaka Board

ঢাকা বোর্ড ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাসমূহ পরিচালনাসহ ঢাকার মাধ্যমিক স্কুল ও কলেজ গুলোর তদারকির উদ্দেশ্যে ঢাকা বোর্ড প্রতিষ্ঠিত হয়।

ঢাকা বোর্ডের প্রধান কার্যক্রমসমূহের মধ্যে নম্বরপত্র উত্তোলন, সনদপত্র উত্তোলন, নাম সংশোধন, ভর্তি বাতিল, যেকোন বিষয়ে ফলাফল সংশোধন ইত্যাদি অন্তর্ভুক্ত।

Board of Intermediate and Secondary Education, Dhaka

SSC Routine 2020 Dhaka Board is same as others educational board. If you want, you can download the routine from the official website of Dhaka Board.

  • Website Address: https://www.dhakaeducationboard.gov.bd/
  • Physical Address: 13, 14 Joynag Road, Dhaka-1211
  • Phone: +880 19356 78591
  • Chairman: Prof. Md. Ziaul Haque

 

You may also like:

2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন (HSC Routine 2020)

২০২০ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট (SSC Result 2020)