Price Hike Paragraph for Class 10 & 12

Here is the price hike paragraph for class 10 and 12 with Bangla translation. Students can achieve a good mark by writing this paragraph on their exam paper.

Price Hike Paragraph for Class 10 & 12

The rising in the price of the day-to-day essential commodities is called a price hike. The price hike is not unusual in our economy. Nowadays, we are anxiously seeing that the price of necessary things is going up every day. It is increasing by leaps and bounds. The situation seems to be beyond control.

The poor and middle class are perplexed by this constant rise in prices. There is no denying the fact what to do for this continual price hike. Bangladesh is now in the grip of an economic crisis. Even the high officials of the government have described it to be a serious one.

The government is trying to control and regulate the market but there is little success. It is occurring in a regular way day after day. Now the situation goes in the same way for a long, it will cause harm to our economic system. Besides, the law and order may collapse.

It is supposed that some big merchants working in a syndicate for making large profits are reasonable for the price hike. A number of traders are trying to manipulate the market and creating an artificial crisis of day-to-day necessary goods. They are causing a problem to the whole nation to satisfy their greed.

To get rid of this situation, every conscious citizen and the government should protest against syndicating and manipulating the market by some criminals. Strict rules should be applied to find out and punish the culprits who are involved in creating the artificial crisis.

Price Hike Paragraph in Bangla

দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিকে মূল্যবৃদ্ধি বলা হয়। আমাদের অর্থনীতিতে মূল্যবৃদ্ধি অস্বাভাবিক নয়। আজকাল, আমরা এটা দেখে বেশ উদ্বিগ্ন যে প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। বলা যায় যেন দ্রব্যাদির মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে মনে হচ্ছে।

দরিদ্র এবং মধ্যবিত্ত জনগণ এই ক্রমাগত মূল্য বৃদ্ধির কারনে কিংকর্তব্যবিমূঢ়। এই জটিল সমস্যাকে অস্বীকার করার কোন উপায় নেই। বাংলাদেশে এখন চরম অর্থনৈতিক সংকট বিরাজমান। এমনকি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও ইহাকে মারাত্মক দুরবস্থা হিসাবে বর্ণনা করেছেন।

সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু সাফল্য নেই বললেই চলে। ইহা দিনে দিনে একটি নিয়মিত অবস্থায় পরিণত হচ্ছে। এখন, আমাদের জনগ্ণের অবস্থা খুবই জটিল মূল্যস্ফিতির কারণে। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।

মনে করা হয় যে, কিছু সংখ্যক বড় ব্যবসায়ীরা একত্রিত হয়ে অধিক মুনাফা লাভ করার চেষ্টাই মূল্যস্ফিতির জন্য দায়ী। কিছু ব্যবসায়ীরা একচেটিয়া বাজার তৈরি করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। তারা তাদের স্বার্থ চরিতার্থ করতে সমগ্র জাতিকে ক্ষতিগ্রস্থ করছে।

এ পরিস্থিতি থেকে মুক্তি লাভ করতে দুস্কৃতিকারীদের দল বেঁধে একচেটিয়া বাজার সৃষ্টির বিরুদ্ধে সকল সচেতন নাগরিক ও সরকারকে প্রতিবাদ করতে হবে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী অপরাধীদের খুঁজে শাস্তি দেয়ার জন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে।

Leave a Comment